দাওয়াহ
আর্টিকেল সমগ্র ও ফাতওয়া
অন্যান্য
সাম্প্রতিক কমেন্টগুলি
টেবল অফ কন্টেন্ট
< পিছনে আসুন
Created OnMarch 20, 2025
UpdatedApril 3, 2025
Views28
প্রিন্ট
‘নারীদের ইতিকাফ’ এর ব্যাপারে আমীরুল মুজাহিদীন ইমাম মাহমুদ হাবীবুল্লাহ এর মাস’আলা :
(তারিখ – ২০/০৩/২৫ ঈসায়ী)
وَلَا تُبَاشِرُوۡہُنَّ وَاَنۡتُمۡ عٰکِفُوۡنَ فِی الۡمَسٰجِدِ تِلۡکَ حُدُوۡدُ اللّٰہِ فَلَا تَقۡرَبُوۡہَا
আর তোমরা মসজিদে ‘ইতিকাফ’ রত অবস্থায় স্ত্রী সহবাস করো না।এগুলি আল্লাহর সীমারেখা। সুতরাং এর ধারে-পাশে যেও না।
– সূরা আল বাকারা, আয়াত – ১৮৭
অত্র আয়াতে নারী পুরুষ সকলের ইতিকাফের জন্যই মসজিদে ইতিকাফ করার শর্ত আরোপ করা হয়েছে। তা জামে মসজিদ হোক অথবা ওয়াক্ত মসজিদ হোক। মসজিদে ইতিকাফ ব্যতিত পুরুষদের যেমন ইতিকাফ হবেনা তেমনি নারীদেরও ইতিকাফ হবেনা।
যেহেতু বর্তমান সময়ে নারীদের জন্য মসজিদে ইতিকাফের সুব্যবস্থা নাই।সেহেতু নিজ গৃহেও নারীদের ইতিকাফ করা ইসলাম সমর্থন করেনা। তবে যদি নারীদের ইতেকাফ করার জন্য কোনো মসজিদে সুব্যবস্থা থাকে [ এখানে সুব্যবস্থা বলতে নারীদের পর্দা ও নিরাপত্তার কথা বলা হয়েছে ]। তবে তিনি মসজিদে ইতেকাফ করতে পারবেন।